মালয়েশিয়ার দুই মন্ত্রীর পদত্যাগ। দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৫ মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া থেকেঃ মালয়েশিয়ার দুই মন্ত্রীর পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম অর্থমন্ত্রী এবং প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ স্থায়িত্ব বিষয়ক মন্ত্রীর কাছ থেকে ছুটির আবেদন এবং পদত্যাগপত্র পেয়েছেন। দাতুক সেরি রাফিজি রামলি, যিনি পিকেআর-এর উপপ্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচনের প্রচেষ্টায় নুরুল ইজ্জাহ আনোয়ারের কাছে পরাজিত হন, আজ অর্থমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সাবেক পাণ্ডান এমপি এর আগে বলেছিলেন, দলের নেতৃত্বের পদে নির্বাচিত না হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কারণ মন্ত্রিসভার সদস্যদের জন্য দলীয় নেতৃত্বে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাফিজির পদত্যাগের পর, নিক নাজমি নিক আহমদও পিকেআর-এর ভাইস প্রেসিডেন্ট পদে পরাজিত হওয়ার পর প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ স্থায়িত্ব বিষয়ক মন্ত্রী পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। এক বিবৃতিতে নিক নাজমি জানান, তার পদত্যাগ ৪ জুলাই থেকে কার্যকর হবে এবং ছুটি আগামীকাল থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী তাঁদের আবেদন পর্যালোচনা করে উভয় মন্ত্রীর ছুটি মঞ্জুর করেছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: