ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত।

স্টাফ রিপোর্টারঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাকিলা আক্তার (৩৫) নামের এক নারী। তার স্বামী শাকিব গাজী (৩৮) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৪ মে) দুপুরে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাকিলা আক্তার মারা যান।
নিহত শাকিলা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাহ গঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা গ্রামের মো. আবুল বাশার শেখের মেয়ে। আহত স্বামী শাকিব গাজী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, ওই দম্পতি মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। হাঁসাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খায়, ফলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।