
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে অভিযান চালিয়ে ২২ (বাইশ) বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ মে ২০২৫) তারিখে রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলার কাশিপুর গ্রামস্থ ‘দি মুন হোমিও ফার্মেসি’ এর সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে একটি ভ্যানিটি ব্যাগ থেকে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ শরিফা বেগম (৫৫)। তার স্বামীর নাম মোঃ আঃ হানিফ এবং পিতার নাম মোঃ শহিদুল ইসলাম। তিনি দিনাজপুর জেলার বিরামপুর থানার সাগাইহাটা গ্রামের বাসিন্দা।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা জানান, শরিফা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রুটে মাদক পাচারের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। তার ব্যবহৃত ব্যাগে বিশেষ কায়দায় রাখা ছিল ২২ বোতল ফেনসিডিল।
এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তদন্ত শেষে আসামীকে আদালতে পাঠানো হবে।
স্থানীয় জনগণ এই অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক নির্মূলে পুলিশের এমন ভূমিকার প্রশংসা করেছেন।