
ক্রাইম রিপোর্টারঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রামে এ অভিযান পরিচালিত হয় ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুটের মামলায় অভিযোগ রয়েছে। এছাড়া, ডাকাতি মামলায় ২ জন এবং একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি রয়েছেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অধিকাংশের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। রোববার (১৮ মে) দুপুরে তাদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সদরপুর থানায় হামলা, ভাঙচুর ও সরকারি অস্ত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত এসআই কাজী রিপন হোসেন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-১৬৮) ।
সদরপুর থানার ওসি নাজমুল হাসান আরও জানান, থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।