শেরপুরে পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” এর শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

মো: কামরুজ্জামান মোল্লা,বিশেষ প্রতিনিধি,শেরপুরঃ
শেরপুরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে শুরু হয়েছে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ০২ দিনব্যাপী “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স”। এই কোর্সে কনস্টেবল, নায়েক, এএসআই (নিঃ) ও এসআই (নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন।
বুধবার (১৪ মে) সকাল ৯:৩০ মিনিটে শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম (অতিরিক্ত দায়িত্বে কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) সভাপতি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, *“দক্ষতা উন্নয়নের মাধ্যমে আপনারা কর্মজীবনে আরও বেশি সফলতা অর্জন করতে পারবেন। এই প্রশিক্ষণ শুধু আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে না, বরং পুলিশিংয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”* তিনি প্রশিক্ষণার্থীদের আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) জনাব মোঃ আরজু মিয়া, পিপিএম-বার, আরআই পুলিশ লাইন্স জনাব মোঃ ইসরাফিল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের প্রশিক্ষণ তাদের পেশাগত উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে আরো উন্নত প্রশিক্ষণের সুযোগ চান তারা।
শেরপুর জেলা পুলিশের এমন সময়োপযোগী উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।