উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ সজল হাওলাদার, ফরিদপুর থেকেঃ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাড়ীকান্দি গ্রামে উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ মে) সকাল ১০টার দিকে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাড়ীকান্দি গ্রামের ফটিক মাতব্বর বাড়ি থেকে ত্রাণের ব্রিজ পর্যন্ত প্রস্তাবিত এইচবিবি রাস্তার প্রকল্পের আওতাধীন এলাকার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়। চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। আজ উপজেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে রাস্তা নির্মাণের পথ সুগম হলো। এতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে। এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কেউ বাধা দিলে বা অবৈধভাবে দখল করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই এলাকায় জনগণের স্বার্থে এইচবিবি রাস্তা নির্মাণ করা হচ্ছে,রাস্তার জন্য এলাকাবাসী জমি দিয়েছে, তাই এ প্রকল্পের আওতাধীন এলাকার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। এই উদ্যোগ উন্নয়নের ধারাকে তরান্বিত করবে বলে বিশ্বাস সংশ্লিষ্ট সকলের। SHARES সারাদেশ বিষয়: