মে দিবসে সরকারের কাছে বাস টার্মিনালের দাবি শ্রমিক নেতাদের দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মে ১, ২০২৫ ফরহাদ ভূঁইয়া,বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ দাবিদাওয়ার মধ্য দিয়ে সারাদেশের মত বন্দর নগরীতে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি ঘিরে বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে রাজপথে দাবি আদায়ের জন্য লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকেরা। মে দিবস উপলক্ষে নগরীর অলংকার মোড়ে বিশাল সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইমাম শরীফ চৌধুরী মাইজভান্ডারি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজম চৌধুরী। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সকাল থেকে পরিবহন শ্রমিকেরা মাথায় লাল ফিতা বেঁধে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে নেতৃবৃন্দরা বাস টার্মিনালের দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের দাবি আমরা সরকারকে জানানোর পর দাবি পূরণের আশ্বাসে সীমাবদ্ধ থাকে। আমাদের দাবি এখন পর্যন্ত কোনো সরকার পূরণ করে নাই। নেতৃবৃন্দরা অভিযোগ করে বলেন, আমাদের শ্রমিকরা সবসময় অবহেলিত। তাদের আবাসন নাই। কোনো পরিচয়পত্র নাই। শ্রমিকদের চাঁদাবাজ বলা হয়! কেন শ্রমিকদের চাঁদাবাজ বলা হবে প্রশ্ন রেখে সরকারের উদ্দেশ্যে নেতৃবৃন্দরা বলেন, চাঁদাবাজি যে কেউ করলে আমাদের শ্রমিকদের নাম দেয়। আমরা শ্রমিকদের পরিচয়পত্রের জন্য দাবি জানিয়েছিলাম, বাসস্থানের জন্য দাবি করা হয়েছিল। কিন্তু কোনো সরকার আমাদের দাবি এখন পর্যন্ত পূরণ করেনি। তাই আজ আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের শ্রমিকদের দাবি পূরণের আহ্বান জানাই। একই সাথে আমাদেরকে একটি বাস টার্মিনালের ব্যবস্থা করার দাবি জানাই। এসময় আব্দুল জলিল, মো. শহীদ উল্যাহ, ইব্রাহিম খলিল, মুসলিম ইসলাম, আবু তাহের, ছাইদুল হক মাস্টার, মো. সিরাজ, আনোয়ার হোসেন, নুরুল আলম, মো. মুনছুর আলম, ইসমাইল হোসেন, আবদুল মালেক, মো.ওসমান, মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শ্রমিকদের একটি মিছিল এ কে খান প্রদক্ষিণ করে অলংকার ফিরে আসে। SHARES সারাদেশ বিষয়: