আশুলিয়ায় বিভিন্ন বাজারে নিষিদ্ধ পিরানহা (কথিত রূপচাঁদা) বিক্রি হচ্ছে! দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫ হেলাল শেখ, বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল মৎস্য আড়ৎ ও জামগড়ার ছয়তলা, ইস্টার্ন হাউজিং নতুন কাঁচাবাজারসহ আশপাশের বিভিন্ন বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ (কথিত রূপচাঁদা) বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫ইং) বাইপাইল মৎস্য আড়ৎ ও বাজারে এসব মাছ বিক্রি করতে দেখা যায়। এই মাছের চাষ, উৎপাদন, বিপণন ও বিক্রি বাংলাদেশে ২০০৮ সাল থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং দেশীয় মাছের অস্তিত্বের জন্য হুমকি। কেন পিরানহা মাছ নিষিদ্ধ?- *রাক্ষুসে স্বভাব*: পিরানহা মাছ অত্যন্ত আক্রমণাত্মক এবং অন্যান্য মাছ ও জলজ প্রাণীর জন্য হুমকি। এটি মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির ঝুঁকি থাকে। পরিবেশগত বিপর্যয়: বাংলাদেশ বন্যাপ্রবণ দেশ হওয়ায় বদ্ধ জলাশয় থেকে এই মাছ মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়তে পারে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে,*আইনি নিষেধাজ্ঞা*: পিরানহা মাছ চাষ, উৎপাদন, বিক্রি ও সংরক্ষণে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। বাজারে প্রতারণা: অনেক সময় পিরানহা মাছকে “থাই রূপচাঁদা” বা “সামুদ্রিক চান্দা” নামে বিক্রি করা হয়। দামে সস্তা হওয়ায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং অজান্তেই পরিবেশের জন্য ক্ষতিকর মাছ কিনছেন। করণীয়- *সচেতনতা বৃদ্ধি* ভোক্তাদের সচেতন হতে হবে এবং সন্দেহজনক মাছ কেনা থেকে বিরত থাকতে হবে। *প্রশাসনিক পদক্ষেপ*: স্থানীয় প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উচিত এসব বাজারে নিয়মিত অভিযান চালিয়ে নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধ করা। SHARES সারাদেশ বিষয়: