ঈদের দিনেও মানবসেবায় থেমে নেই আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৫

ফরহাদ ভূঁইয়া,বিশেষ প্রতিনিধিঃ

ঈদের দিনেও মানবসেবা দিচ্ছেন বাংলাদেশ আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন সংগঠন। এদিনে পাঁচ হাজার শ্রমিকদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) নগরীর কদমতলী ও অলংকারে শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে থাকেন বাংলাদেশ আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন। যার সব খরচ বহন করেন সংগঠনটি।

একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর রোজার ঈদ এবং কুরবানি ঈদের দিন এমন আয়োজন করা হয়। বাংলাদেশ আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন সংগঠন এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এখানে শ্রমিকদের বাহিরে সাধারণ মানুষের খাবার খাওয়ার সুযোগ পায়।

সরেজমিনে দেখা যায়, ঈদ জামাত শেষে নগরীর কদমতলী ও অলংকারে ডেকোরেশন করে খাবারের আয়োজন চলছে। পরিচয় ভেদে কাউকে খাবার না খেয়ে যেতে দেওয়া হচ্ছে না। এমন আয়োজনে সবাই উচ্ছ্বসিত।

শ্রমিক হান্নান বলেন, প্রতি দুই ঈদে আমাদের সংগঠনের এমন আয়োজনে আমরা গর্ববোধ করি। আমরা ধনী,গরীব সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করি। কাউকে খালি মুখে যেতে দেওয়া হয় না। আমরা সকলের দোয়া চাই যাতে প্রতি দুই ঈদে আমাদের এই আয়োজন সচল রাখতে পারি।

শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন মাইজভান্ডারি বলেন, ঈদের দিন দোকানপাট সব বন্ধ থাকে। ফলে আমাদের শ্রমিকদের খাবারের অসুবিধা হয়। তাই শ্রমিক ইউনিয়নের পক্ষে পাঁচ হাজার শ্রমিকদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। সারা বাংলাদেশে এমন কার্যক্রম কোথাও নাই। প্রতিবছর দুই ঈদে এই ধরণের আয়োজন করা হয়ে থাকে। আগামীতে এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।