সুনামগঞ্জের সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোররাতে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় পান, সুপারি, চিনি, গরু, কয়লা, বিড়ি, মোটরসাইকেল এবং সিএনজি। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষাধিক টাকা। বিজিবি সূত্র জানিয়েছে, লাউরগড়, চাঁরাগাও, বনগাঁও, বাঁশতলা, চিনাকান্দি, টেকেরঘাট, বাগানাবাড়ী, চাঁনপুর ও চিনাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বিবিসি বাংলাকে জানান, “ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।” আটককৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। SHARES অপরাধ বিষয়: