ঢাকার খিলগাঁওয়ে স মিলের আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে, তদন্ত চলছে দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫ মহিবুল্লাহ ঢাকা : ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটের কাছে একটি স মিলে লাগা অগ্নিকাণ্ড প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, “ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।” অগ্নিকাণ্ডের সূত্রপাত : ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে, পরে আরও ইউনিট যোগ দেয়। তবে আগুনের ব্যাপকতা এবং দ্রুত ছড়িয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। আহত ও ক্ষয়ক্ষতি : এখন পর্যন্ত আগুনের তাপ এবং সিলিন্ডার বিস্ফোরণে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।” খিলগাঁও থানার ওসি বলেন, “ওই স মিলটি থানার কাছেই। পাশের একটি গাড়ির গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়ে।” তিনি আরও জানান, “গাড়ির গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ার পর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।” যান চলাচল বন্ধ : অগ্নিকাণ্ডের পর তালতলা মার্কেটের সামনের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। ওসি দাউদ হোসেন বলেন, “ক্রাউডের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছিল। এজন্য তালতলা মার্কেটের পেছনের দিকের সড়কটির একটি অংশ বন্ধ করে দেওয়া হয়।” তদন্ত ও সম্ভাব্য কারণ : ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এই আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যবসায়ী ও স্থানীয়রা ক্ষতির পরিমাণ জানতে অপেক্ষায় রয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “এটি একটি পুরনো কাঠের মিল হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর পর আমরা বিস্তারিত পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করবো।” স্থানীয়রা বলছেন, তালতলা এলাকায় আগুন লাগার ঘটনা নতুন নয়। আগে একাধিকবার এখানে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা অনেক দিন পর ঘটলো। SHARES সারা বাংলা বিষয়: