চট্টগ্রামে তালিকা থেকে বাদ সাড়ে ৬০ হাজার ভোটার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫ বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রামে মৃত ভোটারের সংখ্যা ৬০ হাজার ৪৮৫ জন বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস। ভোটারদের তথ্য সংগ্রহের সময় এই তথ্য পাওয়া যায়। গত ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল। সুত্রে জানা যায়, নগরীর চেয়ে উপজেলায় মৃত ভোটারের সংখ্যা বেশি। এরমধ্যে নগরের ৪১ ওয়ার্ডে ২ হাজার ২৪ জন এবং ১৫ উপজেলা থেকে ৫৮ হাজার ৪৬১ জন মৃত ভোটার। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার হালনাগাদে তালিকা থেকে চট্টগ্রামের ৬০ হাজার ৪৮৫ জনকে বাদ দেওয়া হয়েছে। নগরীর পাঁচলাইশ এলাকায় ৪৯৯ জন, চান্দগাঁওয়ে ৬০৬ জন, কোতোয়ালি এলাকায় ১৯৮ জন, ডবলমুরিং এলাকায় ১৩১ জন, পাহাড়তলী এলাকায় ১০১ জন ও বন্দর এলাকায় ৪৮৯ জন মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, ১৫ উপজেলার মধ্যে বোয়ালখালীতে ৮ হাজার ২২৭ জন, বাঁশখালীতে ৬ হাজার ৮০৬ জন, আনোয়ারায় ৫ হাজার ১০৩ জন, সীতাকুণ্ডে ৪ হাজার ৪৮৮ জন, ফটিকছড়িতে ৩ হাজার ৮৫৭ জন, রাঙ্গুনিয়ায় ৩ হাজার ৬৪২ জন, পটিয়ায় ৩ হাজার ৬৩৪ জন, হাটহাজারীতে ৩ হাজার ৬২১ জন, লোহাগাড়ায় ৩ হাজার ৫৬২ জন, মিরসরাইয়ে ৩ হাজার ৫৫৭ জন, সাতকানিয়ায় ৩ হাজার ১৭ জন, সন্দ্বীপে ২ হাজার ৯৪৯ জন, রাউজানে ২ হাজার ৪০৩ জন, চন্দনাইশে ২ হাজার ১৭৩ জন এবং কর্ণফুলীতে ১ হাজার ৪২২ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়। নতুন ভোটারের তথ্য সংগ্রহ শেষে এখন এলাকাভিত্তিক নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন করা হচ্ছে। ইসির এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ে মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। SHARES সারা বাংলা বিষয়: