ঠাকুরগাঁওয়ে ইজিবাইক ছিনতাই: চালককে গলায় ছুরিকাঘাত

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁও, বাংলাদেশ – ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক ইজিবাইক চালককে গলায় ছুরিকাঘাত করে তার যান ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। তবে পরিস্থিতি প্রতিকূলে পড়ায় ছিনতাইকারীরা ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রূপগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালক কামরুজ্জামান (৩৮) বালিয়াডাঙ্গী উপজেলার বাদমিছিল সরমজানি গ্রামের বাসিন্দা।

 

ঘটনার বিবরণ

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেলে দুই ব্যক্তি বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা এলাকা থেকে ইজিবাইকটি ভাড়া করে হরিণমারি এলাকায় যান। ফেরার পথে বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় নির্জন সড়কে নিয়ে চালক কামরুজ্জামানকে ছুরিকাঘাত করা হয় এবং ইজিবাইকটি ছিনতাই করা হয়।

 

উদ্ধার ও তদন্ত

 

স্থানীয়রা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

এদিকে, ছিনতাইকারীরা পালানোর সময় কলেজ রোড এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। স্থানীয়দের সন্দেহ হলে ছিনতাইকারীরা ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। পরে প্রমাণ সংগ্রহের পর স্থানীয়রা ইজিবাইকটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

পুলিশের বক্তব্য

 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দোষীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।