রাজশাহীর মোহনপুরে বিএনপির ৩১ দফা রূপরেখা প্রচার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ক্রাইম রিপোর্টার: মো. রাজিব খান রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ধূরইল বাজারের পথচারী, বিভিন্ন দোকান ও চা-স্টলে লিফলেট বিতরণ করেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল আলম রায়হান। এসময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান বক্তারা আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি হারেচ আলী এবং সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ন- আহবায়ক আহসান হাবিব। সভায় আরও উপস্থিত ছিলেন: অধ্যক্ষ গিয়াস উদ্দিন শ্রমিক দলের সদস্য সচিব করিম মণ্ডল বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সালাম প্রভাষক জাহাঙ্গীর আলম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা মুন মৌগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্দেশ্য লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের মধ্যে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখার বার্তা পৌঁছানো এবং দলীয় কর্মসূচিকে আরও শক্তিশালী করা ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। SHARES রাজনীতি বিষয়: