ঘাটাইলে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ সাগর আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মন মাতানো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন রকমের পিঠা দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন। বুধবার (১২ফেব্রুয়ারী) বেলা ১১টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত দিনটি উপলক্ষে, নানা রকম পিঠা প্রদর্শনীর জন্য ১৬টি ষ্টল বরাদ্দ দেওয়া হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংঙ্গীত পরিবেশন করে ঘাটাইল শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাবরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুজ্জামান খান প্রমুখ। SHARES সারাদেশ বিষয়: