বিগত সরকার পাশের রাষ্ট্রকে খুশি করতে গোপনে দেশবিরোধী চুক্তি করেছে – মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

সৈয়দ মেজবাহউদ্দিন, কলাপাড়া, পটুয়াখালী :

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) অভিযোগ করেছেন যে, গত ৫৩ বছরে বিশেষ করে ১৯৭১ সালের পর গঠিত সরকারগুলো দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পাশের রাষ্ট্রকে (ভারত) খুশি করতে গোপনে চুক্তি করেছে। ট্রানজিটের নামে করিডর দেওয়া হয়েছে এবং তাদের সুবিধার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কাজ আওয়ামী লীগ সরকার করেছে বলে তিনি দাবি করেন।

 

সোমবার বিকালে কলাপাড়া পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

বৈষম্যবিরোধী আন্দোলন ও পাঠ্যপুস্তক ইস্যু :

 

তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্ররা যখন ন্যায্য দাবিতে আওয়াজ তুলেছিল, তখন কেউ পাশে দাঁড়ায়নি। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রথম মাঠে নেমেছিল।” এছাড়া, পাঠ্যপুস্তকে নাস্তিক্যবাদী থিওরি সংযোজনের অভিযোগ এনে তিনি বলেন, “আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি, অথচ ভারত থেকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।”

 

ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্রের আহ্বান :

 

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান এবং দলীয় প্রতীক হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানান, ফলে সমাবেশটি একপর্যায়ে নির্বাচনী সমাবেশে রূপ নেয়।

 

বক্তব্য রাখেন:

 

প্রধান অতিথি ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান

 

বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম

 

পটুয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মোঃ নজরুল ইসলাম

 

সহসভাপতি মোঃ সেলিম মিয়া :

 

সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ আব্দুল হাকিম

 

কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান

 

সহসভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, মোঃ নাইমুল ইসলাম

 

সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ মুনিরুল ইসলাম

 

সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ

 

মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল

 

ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী

 

 

সাত দফা দাবি

 

সমাবেশে ছাত্রজনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

 

সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা সভাপতি মুফতি মোঃ হাবিবুর রহমান, যিনি ইহকালীন ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।