টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল :

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াত (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতেটাঙ্গাইল পৌর শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ইকবাল হায়াত পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের আকুর-টাকুর পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২ টার দিকে অভিযান চালিয়ে পৌর শহরের বটতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইকবালকে গত বছরের (১৩ নভেম্বর) দায়ের করা (মামলা নং-১৮) দ্রুত বিচার আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরো জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ইকবাল হায়াতকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।