পুটিমারী বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ২০২৫ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ মনির হোসেন, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি খুলনা লবনচরা থানার পুটিমারী সমবায় সমিতির আগামী ১৩।০২।২০২৫ তারিখে ত্রি-বার্ষিক নির্বাচন, উক্ত নির্বাচন উপলক্ষে ৭।২।২৫ তারিখ সকল প্রার্থী দের মতা মত নেওয়ার জন্য নির্বাচন কমিটির পক্ষ থেকে একটি উম্মুক্ত মঞ্চের আয়োজন করেন, উম্মুক্ত মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী দলের বটিয়াঘাটা গণমানুষের নেতা জনাব,আমীর এজাজ খান,সভাপতিত্ব করেন ১নং জলমা ইউনিয়ন যুব দল নেতা মোঃ মাসুম বিল্লাহ, প্রমুখ SHARES সারা বাংলা বিষয়: