আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরে সংঘর্ষ: আহত ৫

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিরদি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য আলমগীর মোল্যা ও সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে আলমগীর মোল্যা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাবর আলীর সমর্থকেরা তাঁর পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ খবর পেয়ে আলমগীরের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। পরে প্রতিপক্ষের লোকজন এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন। গুরুতর আহত আলমগীর মোল্যাকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২ ফেব্রুয়ারি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খাইরদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নারীসহ অন্তত ২০ জন আহত হন।