সদরপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১১ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ফকির আল মামুন স্টাফ প্রতিনিধি, ফরিদপুর ফরিদপুরের সদরপুর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল জানালা ভেঙে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে। বৃহস্পতিবার (রাত ২টার দিকে) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর ছাদের খানডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী মো. লোকমান হোসেনের স্ত্রী জানান, রাত গভীর হলে ৭-৮ জনের একটি ডাকাতদল তাদের বিল্ডিংয়ের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট : লোকমান হোসেনের স্ত্রী জানান, ডাকাতরা তাকে এবং তার দুই কন্যাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারির তালা খুলতে বাধ্য করে। সেখান থেকে তারা ১১ ভরি স্বর্ণ, নগদ ২৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার আগে ভুক্তভোগীদের ঘরের ভেতরে থাকতে নির্দেশ দেয় এবং ভয়ভীতি দেখায়। পুলিশের প্রতিক্রিয়া : সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোতালেব হোসেন জানান, “ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং নিশ্চিত হয়েছে যে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করছেন। SHARES অপরাধ বিষয়: