নাটোরে ডিবির অভিযানে ট্রাকসহ ট্রান্সফরমার চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

স্টাফ রিপোর্টার: আবু বাসার

আজ, ৬ ফেব্রুয়ারি ২০২৫, নাটোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা শাখা (ডিবি) নাটোর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি নীল রংয়ের পিকআপে করে রাজশাহী থেকে সন্দেহজনক মালামাল নিয়ে কয়েকজন ব্যক্তি ঢাকার দিকে যাচ্ছে।

অভিযান ও গ্রেফতার

ডিবি পুলিশের একটি চৌকস দল ভোর ৬টায় নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়, তবে ২-৩ জন পলাতক।

গ্রেফতারকৃতদের পরিচয়

১. মোঃ মাহাতাব মৃধা (২৭), পাবনা
২. মোঃ মোবারক হোসেন (২৪), পাবনা
৩. মোঃ লিটন (৪৫) (ড্রাইভার), পাবনা
৪. মোঃ হাফিজুর রহমান (২৭), সিরাজগঞ্জ
৫. মোঃ আলতাব মৃধা (৩০), পাবনা
৬. মোঃ জামির হোসেন (৩৬), গাজীপুর
৭. মোঃ হেলাল (২৮), পাবনা

উদ্ধারকৃত আলামত

১. ৭টি তামার কয়েল (ট্রান্সফরমার থেকে চুরি করা)
২. কাটার, লোহার রড, বৈদ্যুতিক ফেইজ ফেলার প্লাস্টিক পাইপ
৩. ১২ গজ বৈদ্যুতিক তার
৪. ২টি নাইলনের রশি
৫. নীল রংয়ের FOTON ACI Motors পিকআপ

মামলা ও পরবর্তী পদক্ষেপ

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।