কুড়িগ্রামের কচাকাটায় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম প্রতিনিধি – কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটে কচাকাটা থানার পুলিশ কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকা থেকে তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন:

 

হাবিবুর রহমান (২৫), ছনবান্ধা খালিশাকুড়ি এলাকার বাসিন্দা

মোঃ মিজানুর রহমান (৩০), একই এলাকার বাসিন্দা

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।