সাভারে মলম পার্টির খপ্পরে পড়ে অটোরিকশা চালকের মৃত্যু দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫ নিজস্ব প্রতিনিধি সংক্ষেপে: সাভারের নয়াবাড়ী এলাকার অটোরিকশা চালক আকবর আলী (৬৫) মলম পার্টির খপ্পরে পড়ে মারা গেছেন। ২৩ জানুয়ারি বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন, পরদিন অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ৯ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়। এখনো তার অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত সাভার পৌরসভার নয়াবাড়ী এলাকার বাসিন্দা মো. আকবর আলী (৬৫) পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পরিবারের সদস্যদের মতে, গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জীবিকার সন্ধানে বাসা থেকে বের হন তিনি। তবে সেদিন রাতে আর ফেরেননি। পরদিন ২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের গলফ ক্লাব এলাকার একটি জঙ্গলে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আকবর আলীকে সাভার বাসস্ট্যান্ডের সুপার হসপিটালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর ২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের বক্তব্য নিহতের ভাতিজা সিরাজুল ইসলাম সিরন জানান, তার চাচা মূলত রাতে অটোরিকশা চালাতেন। তিনি অভিযোগ করেন যে আকবর আলী মলম পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান হয়ে যান এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আকবর আলীর নিখোঁজ হওয়ার পরপরই তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। তবে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের পদক্ষেপ পরিবারের পক্ষ থেকে ২৪ জানুয়ারি সকালে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে এখন পর্যন্ত তার অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি। সাভার মডেল থানার এক কর্মকর্তা জানান, তারা বিষয়টি তদন্ত করছেন এবং মলম পার্টির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছেন। মলম পার্টির তৎপরতা নিয়ে উদ্বেগ বাংলাদেশে মলম পার্টির অপতৎপরতা নতুন নয়। এই চক্র সাধারণত যাত্রী বা চালকদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা আবারও বেড়েছে বলে আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা দাবি করেছেন, মহাসড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে এ ধরনের অপরাধ কমে আসে। SHARES অপরাধ বিষয়: