দাইন্যা ফুলচাঁন হত্যা মামলার সন্দেহভাজন আসামি গ্রেফতার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫ নাজমুল আদনান, টাঙ্গাইল টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা এলাকার রাজমিস্ত্রী ফুলচাঁন হত্যার মামলার সন্দেহভাজন আসামি সৌরভকে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। ঘটনার বিবরণ মামলার বাদী মো. সন্দেশ মণ্ডল জানান, তার ছেলে মো. ফুলচাঁন (২৪) পেশায় একজন রাজমিস্ত্রী। ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে দাইন্যা এলাকায় একটি চুরির ঘটনার সূত্র ধরে বাদীর ভাই মো. মহর আলী সন্দেহভাজনদের চিহ্নিত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ২৫ জানুয়ারি রাতে মহর আলীকে মারধর করা হয়। এসময় ফুলচাঁন তাদের বাধা দিলে তাকে হুমকি দেওয়া হয়। ৩০ জানুয়ারি সন্ধ্যায় ফুলচাঁন নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তাকে পথরোধ করে অজ্ঞাতনামা আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তদন্ত ও গ্রেফতার অভিযান ফুলচাঁন হত্যার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতারে র্যাব-১৪ তদন্ত শুরু করে। ৩১ জানুয়ারি র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি মো. সৌরভ (২৩)-কে গ্রেফতার করে। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার রক্ষিত বেলতা গ্রামে। পরবর্তী পদক্ষেপ র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত সৌরভকে থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। উল্লেখযোগ্য: এই হত্যাকাণ্ডের তদন্তে র্যাবের দ্রুত পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে। ফুলচাঁনের হত্যার সুষ্ঠু বিচার এবং অন্যান্য আসামিদের গ্রেফতার নিশ্চিত করতে আইনশৃঙ্খ SHARES আইন আদালত বিষয়: