
বোয়ালমারি(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুর বোয়ালমারির উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মুরাদ মিয়ার বাড়ীতে রাতের আঁধারে গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন ৮ চোর। রাত ২ঃ১৫ মিঃ সময় মুরাদ সেকের স্ত্রী চোরের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে দেখতে পান চোরেরা গোয়ালঘর থেকে গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন মোরাদ সেখের স্ত্রী সাহসিকতার সাথে দুই চোরকে একাই জাপটে ধরে শোর- চিৎকার করতে থাকেন।শোর চিৎকারে মুরাদ সেখ সহ আরো লোকজনের সহযোগিতায় ঘিরে ফেলে ৮ চোর এবং তাদের সাথে তালা কাঁটার কাতানি এবং সাপোল পান।পরে বোয়ালমারী থানা পুলিশে খবর পেয়ে ৮ চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।জানা যায় চোরদের বাড়ী বোয়ালমারী ঠাকুরপুর মো. আলতু , আলফাডাঙ্গা ১ জন,নড়াইল লোহাগাড়া ১ জন, ৫ জন কুন্দারদীয়া গ্রামে।মুরাদ শেখ নিজে বাদী হয়ে বোয়ালমারীথানা একটি মামলা দায়ের করেন মামলা নং-৩৩, ধারা-৩৫৭/৩৮০/৪১১ দিয়ে শুরবার বিকালে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করেন।