ফরিদপুরে প্রকাশ্য এক যুবককে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের নিউ মার্কেটে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে চকবাজার নিউ মার্কেটের ২ নম্বর গেটের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. রিফাত (২২)। তিনি ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকার জয়নাল হোসেনের ছেলে এবং পেশায় গাড়ির মেকানিক।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, নিউ মার্কেটের ভেতরে “ছিনতাইকারী ধর” বলে ধাওয়া দিলে পথচারীরা রিফাতকে থামিয়ে দেয়। তখন পেছন থেকে এক যুবক চাইনিজ কুড়ালের মতো দেশীয় অস্ত্র দিয়ে রিফাতকে কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিফাতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার মাথা ও পিঠে কোপের আঘাত রয়েছে।

আহত রিফাত জানান, সকালে তিনি ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে গেলে দু’জন যুবক তাকে অনুসরণ করে। নিউ মার্কেটের গেট থেকে তারা তাকে ধাওয়া দেয়। আত্মরক্ষায় দৌড়ে পালানোর সময় পথচারীরা তাকে থামিয়ে দিলে পেছন থেকে রনি নামে এক যুবক কুপিয়ে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

রিফাতের মা রেখা খাতুন বলেন, “সোনালী ব্যাংকে টাকা জমা দিতে পাঠানোর পর দুপুরে সে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলে— ‘মা আমাকে বাঁচাও, আমাকে কুপিয়েছে।’ আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, “আমরা মৌখিকভাবে বিষয়টি জেনেছি। প্রাথমিকভাবে হামলাকারীর নাম রনি বলে জানা গেছে। তবে ঘটনাটি ছিনতাই নাকি ব্যক্তিগত শত্রুতা, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিয়া হবে।