জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনার মতবিনিময় সভা দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ ইমরুল ইসলাম ইমন, স্টাফ রিপোর্টার আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৪টায় খুলনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলার নবগঠিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় ফাউন্ডেশনের খুলনা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মোঃ মাহমুদুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক সুদীপ্ত মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান মল্লিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন: সহ সাংগঠনিক সম্পাদক: উৎপল রায় অর্থ বিষয়ক সম্পাদক: মোঃ রেজাউল ইসলাম দপ্তর সম্পাদক: জি. এম. আবু সাঈদ মিন্টু সমাজকল্যাণ সম্পাদক: শেখ কামরুল ইসলাম সদস্য: মোঃ সাইফুজ্জামান সুমন ও কার্তিক চন্দ্র ফাউন্ডেশনের কল্যাণমূলক কার্যক্রম সভায় ফাউন্ডেশনের সভাপতি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন এবং এগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকের দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক মহোদয় ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের সহযোগিতা করার আশ্বাস দেন। SHARES সারাদেশ বিষয়: