
মো:ওয়াসিকুর রহমান,স্টাফ রিপোর্টার
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে খুলনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের চত্বরে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অতিথি:
প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, “পিঠা বাঙালির ঐতিহ্যের প্রতীক। এ ধরনের উৎসব আমাদের হারিয়ে যাওয়া কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখতে সাহায্য করবে। নারী উদ্যোক্তারা পিঠা তৈরি করে প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছেন, যা একটি উদাহরণস্বরূপ।”
সভাপতিত্ব:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি:
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন।
স্বাগত বক্তৃতা:
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন।
আয়োজক:
খুলনা জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা।
অতিরিক্ত তথ্য:
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার।