ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ও বিচার দাবি দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ মোঃ আনিছ মাল, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বিএনপির জেলা দক্ষিণ শাখা “জুলাই-আগস্ট বিপ্লব” গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও তাদের দোসরদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। ঘটনার বিবরণ: রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মিছিলটি ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আওয়ামী লীগ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলনে অংশ নেন। দাবি ও বক্তব্য: মিছিল শেষে ময়মনসিংহের শিক্ষার্থী সাগর হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে জনপ্রশাসন ও রেঞ্জ ডিআইজির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। বক্তারা বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশে স্বৈরশাসন চালিয়ে জনগণের ওপর অত্যাচার করা হয়েছে। তারা বলেন, “ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, এবং তাদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে।” নেতাদের বক্তব্য: দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন সহ বিভিন্ন নেতারা এ সময় বক্তব্য রাখেন। তারা বলেন, “বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো একত্রিত হয়ে আগামী ১৫ দিনের মধ্যে তাদের গ্রেপ্তার না হলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে।” মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা, যাদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং শ্রমিক দলের নেতৃবৃন্দও ছিলেন। SHARES সারাদেশ বিষয়: