গাঁজা ও নোহা গাড়িসহ মাদক সম্রাট গ্রেপ্তার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ আল- আমিন,স্টাফ রিপোর্টার; শেরপুর জেলার শম্ভুগঞ্জ রেলগেট এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ৪০ কেজি গাঁজা, একটি নোহা গাড়ি এবং একটি মোবাইল সেটসহ মাদক সম্রাট মোঃ জাবেদ মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে। অভিযান এবং গ্রেফতার ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে একাধিক মাদক মামলার আসামি মোঃ জাবেদ মিয়া গ্রেফতার হন। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামে। জব্দকৃত সামগ্রী ১. গাঁজা: ৪০ কেজি ২. নোহা গাড়ি: একটি ৩. মোবাইল সেট: একটি মামলা ও মন্তব্য ডিএনসির সহকারী পরিচালক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গুরুত্ব মাদকবিরোধী অভিযানে এই ধরনের সাফল্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। সংশ্লিষ্ট এলাকাবাসী ডিএনসির এ কার্যক্রমের প্রশংসা করেছেন এবং মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ সমাজে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SHARES অপরাধ বিষয়: