ফের ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে পৃথক তিনটি হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে ভাঙচুর ও বিস্ফোরক আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালতের আদেশ

রোববার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে নদভীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • তিনটি হত্যা মামলায় দুই দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
  • পৃথক একটি ভাঙচুর ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।

মামলার পটভূমি

হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলা

গত ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • এই মামলায় নদভীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

মোহাম্মদ সাইমন হত্যা মামলা

একই দিনে চান্দগাঁও ওয়াপদা এলাকায় সাইমন নামে এক ব্যক্তির হত্যার ঘটনায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মো. আলম হত্যা মামলা

গত ৫ আগস্ট ডবলমুরিংয়ের মনসুরাবাদ এলাকায় মো. আলম নামে এক ব্যক্তির গুলিতে নিহত হওয়ার ঘটনায় নদভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভাঙচুর ও বিস্ফোরক মামলা

সদরঘাট থানায় ভাঙচুর ও বিস্ফোরক আইনের পৃথক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত তা মঞ্জুর করেন।

গ্রেপ্তারের ইতিহাস

  • গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে গ্রেপ্তার করে পুলিশ।
  • লালবাগের আজিমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
  • ১২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে হাজির করার পর সাতকানিয়া ও লোহাগাড়া থানার আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

পুলিশের বক্তব্য

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, “তিনটি হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”