সহস্ররাইল বাজারে সন্ত্রাসের রাজত্ব: কামাল ও মিলন বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ


মো. মনিরুজ্জামান, বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীর সহস্ররাইল বাজারে একটি ব্যবসা কেন্দ্রকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী শামীম হকের উপর হামলার অভিযোগ উঠেছে কামাল ও মিলন নামের দুই ভাইয়ের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে।
প্রাণঘাতী হামলার অভিযোগ:
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম হকের কোটি টাকার তেল ও মবিলের ব্যবসা দখল করার পরিকল্পনা আগে থেকেই করছিল কামাল ও মিলন বাহিনী। দখল চেষ্টায় ব্যর্থ হয়ে তারা শামীমকে হত্যা করার জন্য একটি ভাড়াটে ট্রাক দিয়ে পিষে মারার চেষ্টা করে। পালিয়ে প্রাণে বাঁচলেও, পরে দোকান থেকে টেনে বের করে শামীমের উপর রামদা দিয়ে আঘাত করা হয়। হামলায় তার হাতের রগ কেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।
সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে এলাকা:
স্থানীয়রা জানান, কামাল ও মিলনের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী বিগত পাঁচ বছর ধরে পুরো শেখর ইউনিয়ন নিয়ন্ত্রণ করছে। সাধারণ জনগণ তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এলাকার নারীদের হেনস্থা করার পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।
রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি:
কামাল আহম্মেদ আওয়ামী লীগে যোগ দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। স্থানীয়দের অভিযোগ, তিনি সরকারি সম্পত্তি ব্যক্তিগতভাবে ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে তিনি পুনরায় বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন, তবে স্থানীয় বিএনপি নেতারা তাকে প্রত্যাখ্যান করেছেন।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন:
ঘটনার পর মো. ইসরাইল মোল্লা নামে এক ব্যক্তি বোয়ালমারী থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন। থানা সূত্রে জানা গেছে, এজাহারটি মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের আহ্বান:
সহস্ররাইলের সাধারণ জনগণ প্রশাসনের কাছে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, “এই সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছাড়া এলাকার শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।”
বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।