টাঙ্গাইলের মধুপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চুরি, ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

নাজমুল আদনান, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, মধুপুর উপজেলার মাগন্তিনগর গ্রামের মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানা (৩২), বগুড়ার নান্দিনারচর এলাকার বাদশা শেখের ছেলে মোনারুল হাসান মজনু (২৮), একই জেলার নান্দিনারচর এলাকার হেলাল খানের ছেলে ইলিয়াছ হোসেন (২৬), চর ছনপোচা এলাকার আইন উদ্দিন মন্ডলের ছেলে হারুন অর রশিদ (৪৫) এবং জামালপুরের ছোনটিয়া বাজার এলাকার শাহজাহানের ছেলে হারেজ আলী (৪৩)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। চুরিকৃত মোটরসাইকেলগুলি তারা বিক্রি করত বিভিন্ন জায়গায়। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং চুরির অন্যান্য ঘটনা তদন্ত করছে।