ফকিরহাটে তুলার কারখানায় আগুন

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

আব্দুল্লাহ সরদার, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় অবস্থিত *নিয়ামুল এন্টার প্রাইজ অ্যান্ড কটন রিফাইন মিলস* নামক একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যে কারখানার ভেতর চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে *খুলনা, বাগেরহাট* এবং *ফকিরহাট* ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট, খুলনার নৌ বাহিনীর একটি দল এবং স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

কারখানার মালিক রফিকুল ইসলাম জানান, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবু বক্কার জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।” তিনি আরও জানান, “কারখানাটি সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এবং এতে অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

এ অগ্নিকাণ্ডের ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।