সদরপুরে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। 

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার অন্তর্গত আকটেরচর জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে আজ ১৮ জানুয়ারী ২০২৫ তারিখ সকাল ৯ টায় উদ্ভোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত সচিব, স্হানীয় সরকার বিভাগ, স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও এম.ডি,ওয়াসা, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপদ ঘোষাল জেলা শিক্ষা অফিসার ফরিদপুর এবং মোঃ মোফাজ্জেল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)সদরপুর, ফরিদপুর।

এতে সভাপতিত্ব করেন জাকিয়া ইসলাম বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সদরপুর,ফরিদপুর।

উদ্ভোধনের পরপরই মুল ক্রীড়া নৈপূন্য শুরু হয়।ছাত্র-ছাত্রীদের বিভিন্নধরনের ডিসপ্লে ও খেলাধূলায় জাকজমক হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

মুল আকর্ষণ হয় “যেমন খুশি তেমন সাজো” নামক ইভেন্টে।

এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তারা খুব অল্পদিন সময় পেয়েছে খেলায় অংশগ্রহন করার জন্য। তবে বছরের শুরুতে ক্রীড়া অনুষ্ঠানটি হওয়াতে তারা সবাই খুবই খুশি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইউব আলী শিকদার বলেন, নদী বিধৌত পদ্মা ও আঁড়িয়াল খাঁর কোল ঘেঁসে অত্র প্রতিষ্ঠানটি অবস্হিত।গরমের সময় এখানে প্রচন্ড গরম ও তাপ থাকে। ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে অনুকুল আবহাওয়া ও পরিবেশে এবং উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ক্রীড়া অনুষ্ঠানটির সময় নির্ধারন করা হয়েছে।

তিনি আরও বলেন বছরের শুরুতে নতুন বই পাওয়ার আনন্দের সাথে ক্রীড়া অনুষ্ঠান শিক্ষার্থীদের আলাদা ধরনের উৎসাহ দেয়।

উক্ত ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি নতুন বছরে সদরপুর উপজেলায় ১ম অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠান বলেও জানা যায়।

পরে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।