ডানা কাটা পরী বলে উড়ে যেতে পারি না, কেন লিখেছেন পরীমনি দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫ কলকাতার প্রেক্ষাগৃহে ঢাকার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির অভিষেক ঘটছে আজ মুক্তি পেতে চলা তার প্রথম কলকাতার সিনেমা ফেলুবক্সী’তে। ছবিতে তিনি লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন। এদিন, পরীমনি তার ফেসবুক পোস্টে জানান, এটি তার কলকাতার প্রথম ছবি এবং রিলিজের আনন্দের পাশাপাশি মন খারাপও রয়েছে। কারণ তিনি এই ছবির মুক্তি উপলক্ষে কলকাতায় থাকতে পারেননি। পোস্টে তিনি লিখেছেন, “ভিসাটা হলো না! খুব মিস করছি আমার ‘ফেলুবক্সী’ টিমের সবাইকে। কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।” কলকাতায় উপস্থিত না থাকতে পারলেও পরীমনি দর্শকদের প্রতি তার ভালোবাসা জানিয়েছেন। তিনি বলেন, “ফেলুবক্সী’র লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। প্রিয় কলকাতা, ভালোবাসা নিয়ো।” ছবিটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা, এবং এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম। SHARES বিনোদন বিষয়: