মৌলভীবাজারে রেকর্ডসংখ্যক মামলা ও জরিমানা আদায় দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫ তিমির বনিক: মৌলভীবাজারে যানবাহন নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনা অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাপক উন্নত হয়েছে এবং ট্রাফিক শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি হয়েছে। জরিমানা ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা এখন আরও গতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে। জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ই আগস্ট থেকে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে পুলিশ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন থেকে বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে। এই সময়ে মোট ১ হাজার ৪৮৬ মামলায় ৪৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) অনিল বিকাশ চাকমা বলেন, গেল নভেম্বর ও ডিসেম্বর মাসে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারে সবচেয়ে বেশি জরিমানা আদায় হয়েছে এবং এটি একটি রেকর্ড। জেলা পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ট্রাফিক ব্যবস্থা আধুনিক ও সময়োপযোগী করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে পুলিশ হার্ডলাইনে রয়েছে এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই উদ্যোগের সুফল হিসেবে মৌলভীবাজারের সড়কে শৃঙ্খলা ফিরেছে এবং স্থানীয় জনগণ এর সুফল পাচ্ছে। SHARES আইনশৃঙ্খলা বিষয়: