রাজউকের নকশা বহির্ভূত ভবন উচ্ছেদ অভিযান: দুইটি বহুতল ভবনের আংশিক অপসারণ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫ জুবায়ের: রাজউক কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে খিলক্ষেত লেকসিটি কনকর্ড এলাকার নকশা বহির্ভূত দুইটি বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রাজউক নকশা বহির্ভূত এসব ভবনের আংশিক অপসারণের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ বিষয়ে অভিযানের শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “আমরা রাজউক নকশা অনুযায়ী ভবন নির্মাণের নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরছি এবং পরবর্তীতে যাতে কেউ নকশা বহির্ভূত ভবন নির্মাণ করতে না পারে, তার জন্য নিয়মিত অভিযান পরিচালিত হবে।” তিনি আরও বলেন, “রাজউক উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” স্থানীয়রা জানান, এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হলে ভবন নির্মাণে নকশা মেনে চলা আরও কঠোরভাবে নিশ্চিত হবে এবং কেউ রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণের সাহস পাবে না। এ সময় রাজউক জোন ২/২ এর অথরাইজড মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার এ.কে এম জাকির হোসেন, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES আইনশৃঙ্খলা বিষয়: