কামরাঙ্গীরচরে তিনটি পলিথিন কারখানা সিলগালা ও ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ: সার্বিক সহযোগিতায় ডিএমপির লালবাগ বিভাগ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫ মোঃ ইকবাল হোসেন (দৈনিক চৌকস) রাজধানীর কামরাঙ্গীরচরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি পলিথিন কারখানা সিলগালা এবং ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথভাবে নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করেছে। আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫) কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালত তিনটি অবৈধ পলিথিন কারখানা সিলগালা করেছে এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ, তবে কামরাঙ্গীরচরে কিছু অসাধু কারখানা মালিক এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিল। আজকের অভিযানে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় দুটি এবং মাদবর বাজার এলাকায় একটি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে। পাশাপাশি ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। SHARES আইন আদালত বিষয়: