ম্যানগ্রোভ টুরিস্ট ক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিপুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

রাজু আহমেদ :

খুলনা জেলার দৌলতপুর থানার দেওয়ানা গ্রামের ম্যানগ্রোভ টুরিস্ট ক্লাবের সম্মানিত সভাপতি গোলাম রব্বানী টিপু কক্সবাজার সমুদ্র সৈকতে আত্মার গলিতে নিহত হন ৯ জানুয়ারি, ২০২৫ ইং তারিখে। তার রুহের মাগফেরাত কামনা করে আজ (১৫ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় সাত ঘটিকায় ম্যানগ্রোভ টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ম্যানগ্রোভ টুরিস্ট ক্লাবের সম্মানিত সহ-সভাপতি আবু কাওসার নিউটন, সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ রাজু আহমেদ, প্রধান উপদেষ্টা শেখ রেজাউল ইসলাম এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

দোয়া মাহফিলে ক্লাবের সদস্যরা গোলাম রব্বানী টিপুর রুহের শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।