মুসলিম উম্মাহর শান্তি কামনায় চন্দ্রপাড়া দরবার শরীফে ওরছ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ২০২৫ সালের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক এই ওরছ উদযাপিত হয়। মোনাজাতে তামাম জাহানের সমস্ত অলী-আল্লাহ, গাউছ কুতুব, নজীব, নুজবা, নকশা, আখইয়ার, আবদাল, আওতাদদের হুজুরে সওয়াব পৌঁছানো হয়। পাশাপাশি দেশের এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

 

এদিন কুয়াশা শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্তসহ বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নেন। চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত উপলক্ষে এই ওরছ অনুষ্ঠিত হয়।

 

ওরছের আগের দিন, মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার এবং শরীয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল ওয়াইসি আখেরি মোনাজাত পরিচালনা করেন।

 

এবং এই ঐতিহ্যবাহী ওরছের মাধ্যমে মুসলিম উম্মাহর জন্য শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।