খুলনা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাবেক এপিপি এডভোকেট পলাশ সহ ৮ জন আইনজীবীকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

শুভ মন্ডল – স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাবেক এপিপি ও খুলনা মহানগর তাঁতীলীগের আহ্বায়ক এডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ সহ ৮ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। যদিও তারা উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত ছিলেন, কিন্তু নিম্ন আদালতে হাজিরা দেওয়ার পর বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলেন:

– এডভোকেট তমাল কান্তি ঘোষ

– এডভোকেট আল-আমিন

– এডভোকেট কুদ্দুস

– এডভোকেট মো: মেহেদী

– এডভোকেট জিয়া

– এডভোকেট সুমন্ত

– এডভোকেট টুটুল

পারিবারিক সূত্রে জানা গেছে : 

এডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ খুলনা জেলা আইনজীবী পরিষদের সাবেক নির্বাচিত সভাপতি (২০০৭), সাবেক দ্বিতীয় ট্রাইবুনালের বিচারক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট চিশতী সোহরাব হোসেন শিকদারের জামাই।

মামলার পেক্ষাপট:

৪ আগস্ট ২০২৪ তারিখে এডভোকেট মো: এনাম হোসেন বাদী হয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো: সাইফুল ইসলাম সহ ২৮ জন আসামীর নাম উল্লেখসহ ২০/২৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন, বলে একটি সূত্রে অবহিত করা হয়েছে।

 

এ মামলার পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে এই নির্দেশনা প্রদান করেছেন, যা আইনজীবী মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।