খুলনা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাবেক এপিপি এডভোকেট পলাশ সহ ৮ জন আইনজীবীকে কারাগারে প্রেরণ

শুভ মন্ডল – স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাবেক এপিপি ও খুলনা মহানগর তাঁতীলীগের আহ্বায়ক এডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ সহ ৮ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। যদিও তারা উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত ছিলেন, কিন্তু নিম্ন আদালতে হাজিরা দেওয়ার পর বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।
– এডভোকেট তমাল কান্তি ঘোষ
– এডভোকেট আল-আমিন
– এডভোকেট কুদ্দুস
– এডভোকেট মো: মেহেদী
– এডভোকেট জিয়া
– এডভোকেট সুমন্ত
– এডভোকেট টুটুল
এডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ খুলনা জেলা আইনজীবী পরিষদের সাবেক নির্বাচিত সভাপতি (২০০৭), সাবেক দ্বিতীয় ট্রাইবুনালের বিচারক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট চিশতী সোহরাব হোসেন শিকদারের জামাই।
৪ আগস্ট ২০২৪ তারিখে এডভোকেট মো: এনাম হোসেন বাদী হয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো: সাইফুল ইসলাম সহ ২৮ জন আসামীর নাম উল্লেখসহ ২০/২৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন, বলে একটি সূত্রে অবহিত করা হয়েছে।
এ মামলার পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে এই নির্দেশনা প্রদান করেছেন, যা আইনজীবী মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।