বাংলাদেশ পুলিশের ৫৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের ৫৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের ৬০৮ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ আজ খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আকরাম হোসেন। তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি প্রদান করেন।
সর্ববিষয়ে চৌকস টিআরসি: মোঃ ওয়াহিদ হাসান
একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ ইমরুল কায়েস
মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি: মোঃ হৃদয় ইসলাম
মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি: সোহানুর রহমান
অ্যাডিশনাল আইজি মোঃ আকরাম হোসেন তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বগাথা ও দেশের বিভিন্ন ক্রান্তিকালে পুলিশের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “এই সমাপনী ও কুচকাওয়াজের মধ্যদিয়ে জনগণের জানমালের নিরাপত্তা, সরকারি সম্পদরক্ষা, জনশৃঙ্খলা, নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কর্মজীবন শুরু করতে যাচ্ছ।”
পুলিশ বাহিনী অপরাধ নিয়ন্ত্রণ ও নিবারণ, জনগণের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ট্রফিক নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া, তিনি পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ দক্ষতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী, জাহানাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, সামরিক ও বেসামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এটি ছিল বাংলাদেশের পুলিশ বাহিনীর জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে নতুন সদস্যরা তাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে উঠছেন।