
জামালপুর প্রতিনিধি
হাত ধোয়ার নায়ক হোন জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অনুশীলন প্রদর্শন অনুষ্ঠান। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জামালপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করে।
জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ পারভেজের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী হাসান, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নিয়মিত ও ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক রোগব্যাধি থেকে আমরা মুক্ত থাকব। খাবার রান্না করার সময়, পরিবেশন ও খাওয়ার আগে অবশ্যই হাত ধৌত করতে হবে। শিশুদের হাত ধোয়ার ক্ষেত্রে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে। পরে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শেখানো হয়।