দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

News News

Admin

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
ওবায়দুল ইসলাম বাবু 
৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,  উপজেলা ও পৌর, পার্বতীপুর, দিনাজপুর এর আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেলি শেষে  আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হান্নান আশরাফী প্রিন্স, আহবায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পার্বতীপুর  উপজেলা এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পৌর  আহবায়ক মন্জুরুল আজিজ পলাশ। আমন্ত্রিত অতিথি কাজী নেওয়াজ শোভন, ভারপ্রাপ্ত সদস্য সচিব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পার্বতীপুর সহ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন, যুগ্ম আহবায়ক সান, পৌর স্বেচ্ছাসেবক দল , সিনিয়র যুগ্ম আহবায়ক শতাব্দী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পার্বতীপুর সহ দশটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড হতে আগত নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুরুল আজিজ পলাশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সকলের মাঝে তুলে ধরেন। প্রধান বক্তা সহ আগত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেন এবং আগামী জাতীয় নির্বাচনে হক ভাইয়ের নেতৃত্বে সকলে  ঐক্যবদ্ব ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে আলোচনা সভার সভাপতি মন্জুরুল আজিজ পলাশ,  সকলের উদ্দেশ্য দিক নির্দেশনা প্রদান সহ সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।