
রাজশাহী জেলা প্রতিনিধি
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”— এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী পালপুর মাঠে শুরু হয়েছে ২৮তম ফুটবল টুর্নামেন্ট ২০২৫। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন“ আমি সবসময়ই খেলাধুলার পক্ষে। একজন খেলাধুলা-প্রিয় মানুষ হিসেবে বিশ্বাস করি—খেলা মানুষকে শৃঙ্খলিত করে, মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন, এই ধরণের আয়োজন শুধু বিনোদন নয়, সমাজ থেকে মাদক নির্মূল ও সুস্থ প্রজন্ম গঠনের একটি শক্তিশালী হাতিয়ার। আমি এ ধরনের আয়োজনকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা জানান, এবারের আসরে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে মোট ৮টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলই স্থানীয় তরুণ ফুটবলারদের নিয়ে গঠিত। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, দর্শক ও তরুণ খেলোয়াড়দের সরব উপস্থিতি মাঠকে উৎসবমুখর করে তোলে। হাজারো ফুটবলপ্রেমীর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোদাগাড়ীর পালপুর মাঠ। পালপুর মাঠে ফুটবল মানেই গোদাগাড়ী-তানোরের প্রাণের স্পন্দন। এই ঐতিহ্য ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।