টাঙ্গাইলে সুতার মিলে আগুন

News News

Admin

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫
টাঙ্গাইল ব্যুরো  
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি সুতার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গুনোগ্রাম হাজীনগর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও মিলের শ্রমিকরা জানান, হঠাৎ করে মিলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন দেখা দিলে তারা স্থানীয় ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ঘাটাইল ও কালিহাতী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ জানান, আমাদের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।