করিমগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি-এসপি

News News

Admin

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি 
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ভাটিগাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান এবং  কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম।শুক্রবার,(১৭ অক্টোবর) সকাল ১১ টায় ভাটিগাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্মকর্তারা উপস্থিত হয়।সেখানে ভোট কেন্দ্রের বর্তমান অবস্থা নিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলেন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন  কিশোরগঞ্জ জেলা নির্বাচন  অফিসার মোরশেদ আলম,করিমগঞ্জ উপজেলা  নির্বাহী  অফিসার তাহমিনা আক্তার,করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ, গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম রাসেল ভূঁইয়া,গুণধর ইউপির প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ।স্থানীয়দের অভিযোগ, বর্তমান ভোট কেন্দ্রটি দূরবর্তী ও নদী পাড় হতে হয় এবং দুর্গম হওয়ায় দড়িগাংগাটিয়া সাধারণ ভোটারদের বিশেষ করে নারী ও বয়স্কদের জন্য ভোট কেন্দ্রে যাওয়া কষ্ট সাধ্য হয়ে পড়ে। তাই সহজে পৌছানো যায় দড়িগাংগাটিয়া দারুস সালাম হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে আলাদা আরও একটি কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা।