চাঁদপুরে ভয়াবহ অপরাধ—হিজরা সম্প্রদায়ের দুই সদস্য গ্রেফতার

News News

Admin

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
মোঃ সুমন বেপারী 
 চাঁদপুরে বন্ধুর বাসায় ডেকে নিষ্ঠুর হামলা — দুই হিজরা গ্রেফতার!” চাঁদপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা—যা নাড়িয়ে দিয়েছে পুরো শহরকে।
এক হিজরা সম্প্রদায়ের সদস্যকে ঘিরে রচিত এই ভয়ঙ্কর অপরাধের কাহিনি যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। চাঁদপুর মডেল থানার এফআইআর অনুযায়ী, গ্রেফতার হওয়া দুই আসামী—সুমন ওরফে পুতুলি (৩৭) এবং আক্তার হোসেন ওরফে পিংকি (২৭)—দু’জনেই হিজরা সম্প্রদায়ের সদস্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পরিকল্পিতভাবে ফরিদগঞ্জের হযরত আলী ওরফে বৃষ্টি হিজরাকে বাসায় ডেকে অজ্ঞান করে নৃশংসভাবে শরীরের টুনটুনি কেটে দিয়েছে। ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সালের রাতে। বাদীকে তারা রাত ১০টার দিকে তাদের ভাড়াটিয়া বাসায় দাওয়াত দিয়ে নেয়। খাওয়া-দাওয়ার পর তাকে এক ঘরে হযরত আলী ওরফে বৃষ্টিকে আটকে রেখে বলে—ভিটামিন ইনজেকশন নিলে শরীর আরও সুন্দর হবে। হযরত আলী ওরফে বৃষ্টি রাজি না থাকলেও, তারা এক অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে জোর করে ইনজেকশন প্রয়োগ করে। ইনজেকশন নিতেই বাদী অজ্ঞান হয়ে পড়ে। এরপর যা ঘটে, তা যেন অবিশ্বাস্য—অভিযুক্তরা এবং তাদের সহযোগী অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হযরত আলী ওরফে বৃষ্টির টুনটুনি কেটে ফেলে। রাত চারটার দিকে জ্ঞান ফেরার পর বাদী বুঝতে পারেন, তাঁর শরীরে ভয়ানক ক্ষতি করা হয়েছে, এবং ক্ষতস্থান সেলাই করে ব্যান্ডেজ দিয়ে ঢেকে দেওয়া। হযরত আলী ওরফে বৃষ্টি যখন প্রতিবাদ করেন, তখন আসামিরা তাকে ভয় দেখায়, হুমকি দেয়, এমনকি তার মোবাইল ফোন ও নগদ দশ হাজার টাকা কেড়ে নেয়। প্রাথমিক তদন্তে এসব তথ্যের সত্যতা পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। ১৮ অক্টোবর ভোরে পুলিশ সদর মডেল থানার ৫নং ঘাট এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত এখনও চলমান, এবং মামলার গুরুত্ব বিবেচনা করে আসামীদের জামিনের বিরোধিতা করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।