জামালপুরে শহরের ১নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত

News News

Admin

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫
 জামালপুর
জামালপুর শহরের ১নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) রাতে জামালপুর পাথালিয়া হযরত শাহ জামাল (রহ.) স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি জামালপুরের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃসাইফুল ইসলাম আল-আমিন।অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নওশের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক জামালপুর জেলা বিএনপি ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক,মোঃ মনোয়ার হোসেন খশরু,জেলা শ্রমিক দল যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ জাহাঙ্গীর আলম,জেলা শ্রমিক দল সহ-সাধারণ সম্পাদক ও সাবেক শহর শ্রমিক দল সাধারণ সম্পাদক,মোঃ জাকির হোসেন, আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন—
শহর বিএনপির সহ-সাধারণ সম্পাদক,মোঃ নুর ইসলাম,জেলা যুবদল সদস্য,মোঃ ফরহাদ হোসেন,সাবেক জেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ,শহর  শ্রমিক দল যুগ্ম আহবায়ক,মোঃ আঃ রশিদ,বাবু পাঠান,ও মোঃ আলম। সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ জামির হোসেন,সঞ্চালনা করেন ১নংওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আঃ আউয়াল।এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এমদাদুল হক, শহিদুল, রফিকসহ যুব নেতা মোঃশান্ত আহমেদ ও রাজু আহমেদ প্রমুখ। বক্তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান— এডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে। তাদের বক্তব্য,দীর্ঘ ১৭ বছর ধরে তিনি দলকে উজ্জীবিত রেখেছেন ও কর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। সভায় শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।